ভর্তুকির আওতায় কৃষিযন্ত্র ক্রয়ে আগ্রহী কৃষকদের যন্ত্রভিত্তিক তালিকা সংগ্রহ শুরু হয়েছে
বিস্তারিত
কৃষিতে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণের গতিকে ত্বরান্বিত করতে চলতি বোরো মৌসুমে ৫০% ভর্তুকির আওতায় কৃষিযন্ত্র ক্রয়ে আগ্রহী কৃষকদের যন্ত্রভিত্তিক তালিকা সংগ্রহ শুরু হয়েছে। তালিকা উপজেলা কৃষি অফিসে জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
যন্ত্রের তালিকাঃ
১। কম্বাইন্ড হারভেস্টার
২। রাইস ট্রান্সপ্লান্টার
৩। পাওয়ার থ্রেসার
৪। মেইজ শেলার
৫। রিপার ও রিপার বাইন্ডার
৬। ড্রায়ার
৭। পাওয়ার স্প্রেয়ার
৮। পাওয়ার উইডার
৯। সিডার
১০। বেড প্লান্টার
১১। ক্যারেট ওয়াশার
আবেদন ফরম উপজেলা কৃষি অফিস, বেলাব,নরসিংদী থেকে সংগ্রহ করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ১৪/০৩/২২ ইং।
আবেদনপত্রের সাথে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও কৃষি কার্ডের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।