কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, কৃষকদের সম্প্রসারণ সেবা প্রদানের জন্য একটি সরকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষি উৎপাদনের বিভিন্ন ধরনের পরামর্শ ও লাগসই প্রযুক্তি দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করতঃ কৃষকদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো হয়। নিম্নলিখিতভাবে কৃষি সম্প্রসারণ সেবা কৃষকদের মাঝে পৌছানো হয়:
১. |
সরসরি কৃষকগণ এই অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীগণের সংগে ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে সেবা গ্রহণ করেন। |
২. |
কৃষকগণ সরাসরি টেলিফোনে যোগাযোগের মাধ্যমেও সম্প্রসারণ সেবা গ্রহণ করেন। |
৩. |
অধিদপ্তর থেকে প্রকাশিত বুকলেট, লিফলেট,সাময়িকি, পত্রিকা, সম্প্রসারণ বার্তা ইত্যাদির মাধ্যমে সেবা গ্রহণ করেন। |
৪. |
বিভিন্ন ধরনের প্রশিক্ষনের মাধ্যমে সেবা পেয়ে থাকেন। |
৫. |
মাঠ পর্যায়ে প্রদর্শনী স্থাপন, মাঠদিবস, চাষী সমাবেশ, র্যালি ইত্যাদির মাধ্যমে কৃষকদের মাঝে প্রযুক্তি পৌছিয়ে দেওয়া হয়। |
৬. |
কৃষি ভিত্তিক গান,নাটক ইত্যাদির মাধ্যমেও সম্প্রসারণ সেবা দেওয়া হয়। |
৭. |
কৃষি মেলা, বৃক্ষ মেলা, বীজ মেলা, উদ্ধুদ্ধকরণ ভ্রমণ, গবেষণা প্রতিষ্ঠানে ভ্রমণ ইত্যাদির মাধ্যমেও সম্প্রসারণ সেবা দেওয়া হয়। |
৮. |
বিভিন্ন প্রকার কৃষক গ্রুপের মাঝে দলীয় আলোচনা, কৃষি ক্লাব গঠন, গ্রুপ মিটিং ইত্যাদির মাধ্যমেও সম্প্রসারণ সেবা দেওয়া হয়। |
৯. |
বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ায় বিভিন্ন কৃষি ভিত্তিক তথ্য উপাত্ত সরবরাহ করত: তা কৃষকদের মাঝে পৌছানো হয়। |
১০. |
বর্তমান ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ওয়েবসাইট (www.ais.gov.bd)এর মাধ্যমে কৃষি তথ্য প্রদান করা হয়। |
১১ | কৃষি কল সেন্টার ১৬১২৩ এবং কৃষক বন্ধু সেবা ৩৩৩১ নম্বরে কল করে কৃষি সেবা প্রদান করা হয় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস